Top

নাসিরনগরে কাল বৈশাখী ঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

১১ এপ্রিল, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ
নাসিরনগরে কাল বৈশাখী ঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার ভলাকুট ইউনিয়ন ও পূর্বভাগ ইউনিয়নের কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে ইউপি কার্যালয়, প্রাথমিক বিদ্যালয়সহ আড়াই শতাধিক বাড়িঘর ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভলাকুট ইউনিয়নের চেয়ারম্যান রুবেল মিয়া বাণিজ্য প্রতিদিনকে জানান, ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টি হয়েছে। এতে ইউনিয়নের ভলাকুট, বাঘী, কুঠুই, খাগালিয়া, বালিতলাট, দূর্গাপুর ও কান্দি গ্রামের প্রায় আড়াই শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিয়ন পরিষদ ভবনের চাল উড়িয়ে নিয়ে গেছে। শিলাবৃষ্টিতে কয়েক হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। গাছপালা উপড়ে গেছে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান শাওন বাণিজ্য প্রতিদিনকে জানান, ঝড়ে ভলাকুট ইউনিয়নে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা চলছে। উপজেলার পূর্বভাগ ইউনিয়নে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শেয়ার