Top
সর্বশেষ

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে নারীর যাবজ্জীবন

১২ এপ্রিল, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে নারীর যাবজ্জীবন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির হেরোইন রাখার দায়ে রহিমা আক্তার হারানী (৬২) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন। সেইসাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

একই মামলায় অপর একটি ধারায় ফেনসিডিল রাখার দায়ে একই আসামিকে ৩ বছরের কারাদন্ডাদেশ ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। কারাদন্ডাদেশপ্রাপ্ত রহিমা আক্তার সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার মৃত আবুল কালাম আজাদ ওরফে বিশার স্ত্রী।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডঃ গাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৬ আগস্ট সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লা থেকে ৩৭ গ্রাম হেরোইন ও ৬ বোতল ফেনডিলসহ রহিমা আক্তার হারানীকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এ মামলার ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরের দিকে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির উল্লেখিত রায় দেন।

 

ফেজবুকে আমাদের সাথে যুক্ত হতে  ক্লিক করুন

আরও খবর জানতে ক্লিক করুন

শেয়ার