Top

সাপাহারে আমের মৌসুমে যানজট নিরসনে মতবিনিময় সভা

১২ এপ্রিল, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ
সাপাহারে আমের মৌসুমে যানজট নিরসনে মতবিনিময় সভা

নওগাঁর সাপাহারে আমের মৌসুমে উপজেলার জিরো পয়েন্ট ও তৎসংলগ্ন রাস্তার যানজট নিরসনের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে যানজট নিরসনের জন্য উপজেলার আম আড়ৎদার ব্যবসায়িক সমিতি, আম চাষী, বাগান মালিক, স্থানীয় রাজনৈতিক ও গন্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা কৃষি অফিসার শাপলা খাতুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী।

আরো বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ সারোয়ার রেজা, বণিক সমিতির সভাপতি মতিউর রহমান, আম চাষী সমিতির সভাপতি মোতাহার চৌধুরী, আম আড়ৎদার ব্যবসায়িক সমিতির সভাপতি কার্তিক সাহা প্রমূখ। এসময় ৬ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মীগণ ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার