Top
সর্বশেষ

সিরাজগঞ্জে বেশি দামে সয়াবিন ও নিম্নমানের খেজুর বিক্রির দায়ে জরিমানা

১২ এপ্রিল, ২০২২ ৫:৪৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বেশি দামে সয়াবিন ও নিম্নমানের খেজুর বিক্রির দায়ে জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে বেশি দামে সয়াবিন তেল, নিম্নমানের খেজুর ও মূল্য তালিকা ছাড়া তরমুজ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে মোট ৬৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরের দিকে উল্লাপাড়া উপজেলা পৌর এলাকার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরের দিকে উল্লাপাড়া পৌর এলাকার সদর বাজারে অভিযান চালিয়ে রড সিমেন্টের মূল্য তালিকা ও পাকা রশিদ না থাকায় সিটি কনস্ট্রাকশনকে ১০ হাজার টাকা, সরকার নির্ধারিত ১৩৬ টাকা লিটারের খোলা সয়াবিন ১৫৩ টাকা বিক্রি করার অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার এবং নিম্নমানের খেজুর বিক্রি ও তরমুজের মূল্য তালিকা না থাকায় ৫ ব্যাবসায়িকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

 

শেয়ার