Top

ভোলায় আলু চাষিদের মুখে হাসি

১২ এপ্রিল, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ
ভোলায় আলু চাষিদের মুখে হাসি
কামরুজ্জামান শাহীন, ভোলা :

ভোলায় এ বছর আলু চাষিদের মুখে হাসি ফুটে উঠছে । বাজারে আলুর দাম কিছুটা কম হলেও খুশি কৃষক। উৎপাদন খরচ পুশিয়ে লাভবান হতে পারবেন বলে আশাবাদি আলু চাষীরা। আলুর সন্তোশজনক ফলন পেয়ে কৃষকদের আগ্রহ অনেক বেড়ে গেছে। কৃষকরা ক্ষেত থেকে আলু উত্তলন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ উত্তলন করে বিক্রি করে দিয়েছেন।

আলু চাষিরা জানান, এ বছর আলু আবাদের শুরুতে ঘূর্নিঝড় জাওয়াদের মত প্রকৃতিক দূর্যোগে আলু ফলন নিয়ে চিন্তিত ছিলেন ভোলার আলু চাষীরা। তবে সেই দূর্যোগ কাটিয়ে ঘুরে দাড়িয়েছেন চাষীরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন অনেক ভালো হয়েছে। এতে বেশ খুশি আলু চাষীরা।

এ বছর আলু ক্ষেতে কোন রোগ বা পোকা-মাকড়ের আক্রমন তেমন একটা ছিলো না। তাই ফলনে বিপর্যয় হয়নি। লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে গিয়ে দেখা গেছে, কৃষককের বিস্তীর্ন ফসলের ক্ষেতে আলুর ভালো ফলন। ক্ষেত থেকে আলু তোলা এবং বাজারজাতকরনের প্রস্তুতি নিচ্ছেন চাষিরা।

কৃষক আব্দুর রহমান জানান, ১০ গন্ডা জমিতে আলু চাষ করেছি, ফলন অনেক ভালো হয়েছে। প্রথম ধাপে ৫ হাজার টাকার আলু বিক্রি করেছি। ক্ষেতে এখনও অনেক আলু আছে সেগুলো বিক্রির প্রস্তুতি নিয়েছি।

আলু চাষী কামরুল বলেন, তিনি গত ৫ বছর ধরে আলুর আবাদ করে আসছেন। অন্যান্য বছরের চেয়ে এ বছর আলুর ফলন অনেক ভালো। এ বছর ১৫ গন্ডা জমিতে আলুর চাষ করেছি, ফলনও অনেক ভালো হয়েছে। ক্ষেত থেকে আলু তুলেছেন। এ বছর আলু বিক্রি করে ১ লক্ষ টাকা লাভ হবে বলে তিনি আশা করছেন।

ওই এলাকার আলু চাষী কামাল বলেন, আমাদের এলাকার বেশীরভাগ চাষী আলুন ফলন নিয়ে খুশি। আলু চাষে অনেকে আগ্রহ বেড়ে গেছে বিগত বছরের তুলনায় এ বছর আলুন ফলন অনেক ভালো বলে মনে করছেন চাষিরা।

ভোলার চরফ্যাশন উপজেলার নীল কমল ইউনিয়নের আসাদ হোসেন জানান, গত বছরের তুলনায় এবার আলু ফলন ভালো হয়েছে। খরচ বেশী হয়েছে সে তুলনায় দাম একটু কম।

এদিকে প্রতি বছরই ভোলার চাষিদের উৎপাদিত আলু জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে বিভিন্ন জেলায়। এতে আলু চাষ করে অনেকচাই সাবলম্বী হয়ে উঠছেন ভোলার আলু চাষীরা।

ভোলা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. হাসান ওয়ারিসুল কবীর বলেন, এ বছর ভোলা জেলায় লক্ষমাত্রার চেয়ে বেশী আলুর আবাদ হয়েছে এবং হেক্টর প্রতি উৎপাদন হচ্ছে ২২ মেট্রিক টন। এতে কৃষকদের আগ্রহ বেড়েছে। বিভিন্ন কৃষকদের বিভিন্ন সময় পরামর্শ দিয়েছে। আগামীতে আরও বেশী আলুর আবাদ হবে হবে আমরা আশাবাদি।

এ বছর জেলায় ৫ হাজার ৪১০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। যা থেকে এক লাখ ১৪ হাজার মেট্রিক টন আল উৎপাদন হয়েছে।

 

ফেজবুকে আমাদের সাথে যুক্ত হতে  ক্লিক করুন

আরও খবর জানতে ক্লিক করুন

শেয়ার