Top

শেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩ এপ্রিল, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
শেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি :

সাম্প্রদায়িক সম্প্রীতি, গুজব প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা প্রশাসন ও তথ্য অফিসের আয়োজনে আয়োজিত সাম্প্রতিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকার দলীয় হুইপ ও জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মো. তৈয়ব আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আর.আই) বিরাজ চন্দ্র সরকার, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিজ্ঞপিপি এডভোকেট চন্দন কুমার পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ জেড মোর্শেদ আলী, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডা. অনুপম ভট্রাচার্য্য, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম হিরো, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার।এসময় শেরপুর জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার