সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুয়াকান্দি গ্রামের কৃষক নুরু মন্ডল (৪৫) আম কুড়াতে গিয়ে সর্প দংশনে মারা গেছে। সে ওই গ্রামের ওয়াহেদ আলী মন্ডলের ছেলে। এ ঘটনার পর সেই বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সকালে একই গ্রামের নূরহালট নামকস্থানে আম কুড়াতে যায় ওই কৃষক। এ সময় গর্ত থেকে বেরিয়ে আসা বিষধর সাপ তাকে উপর্যপুরি দংশন করে আবা গর্তে ঢুকে যায়। এতে সে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এদিকে সর্প দংশনে মারা যাওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা কবিরাজ (ওঝা) নিয়ে আসে এবং ওঝা বীণ বাজিয়ে
গর্ত থেকে প্রায় আড়াই হাত লম্বা ওই সাপ ধরে করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।