Top

পটুয়াখালীতে পূর্নবাসনের দাবিতে পরিবারের মানববন্ধন

১৪ এপ্রিল, ২০২২ ১২:০৮ অপরাহ্ণ
পটুয়াখালীতে পূর্নবাসনের দাবিতে পরিবারের মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর স্বনির্ভর এলাকা থেকে উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যরা পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন।বুধবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, আমেনা বেগম, হেলেনা বেগম, তাসলিমা বেগম, বাবুল হাওলাদার, নুর জাহান ও মোঃ ইব্রাহিম।

এসময় তারা বলেন, অনেক মানুষ গৃহহারা হয়েছে, পথে বসছে। আমাদের ঘর উচ্ছেদ সময় বলছে পুনর্বাসনের ব্যাবস্থা করা হবে। চার মাস আগে আমাদের ঘরবাড়ি উচ্ছেদ করেছে কিন্তু এখন পর্যন্ত কোন আশ্রয়ের ব্যাবস্থা করা হয়নি। আমরা মানুষের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করি। এতে আমাদের যে টাকা ইনকাম হয় তা দিয়ে ভাড়া বাসায় থেকে সংসার চালাতে পারছিনা। তাদের জন্য আলাদা কলোনি করে পুনর্বাসনের দাবি জানান তারা।

শেয়ার