দীর্ঘ দুই বছর পর বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ পালিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে নগরীতে ৩ টি শোভাযাত্রার আয়োজন করে জেলা প্রশাসন, চারুকলা ও উদীচি শিল্প গোষ্ঠী। তবে এবারের নববর্ষ উদযাপনে ছিলনা পান্তা ইলিশের আয়োজন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৮ টা ৩০ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে একটি মঙ্গল শোভাযাত্রা শহরের বঙ্গবন্ধু উদ্যান থেকে শুরু হয়ে সার্কিট হাউজে এসে শেষ হয়। এছাড়া বরিশাল সিটি কলেজ মাঠ থেকে সকাল ৮ টায় বর্ণাঢ্য একটি মঙ্গলশোভা যাত্রা বের করে চারুকলা বরিশাল। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। এছাড়াও সকাল ৯ টায় নগরীর বিএম স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে পৃথক একটি মঙ্গল শোভাযাত্রা বের করে উদীচি শিল্প গোষ্ঠী। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএম স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার শুরুতে প্রভাতী উৎসব, রাখি উৎসব, ঢাক উৎসব, বিভিন্ন চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া শোভাযাত্রা শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লোকসংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শোভাযাত্রায় বাঙ্গালি সংস্কৃতির বিভিন্ন উপকরণ ঢেকি, কুলা, তবলা, টাট্টু ঘোড়া, কবুতর, পালকি, মাছসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সকাল থেকেই শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ তরুণ-তরুণীদের পাশাপাশি বৃদ্ধ থেকে শুরু করে শিশুরাও অংশগ্রহণ করে।
এদিকে ১লা বৈশাখ উদযাপন উপলক্ষে বিএম স্কুল মাঠে স্বল্প পরিসরে দু’দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে উদীচি শিল্প গোষ্ঠী।
পবিত্র মাহে রমজান থাকায় আয়োজনে স্বল্পতা থাকলেও যতটা সম্ভব সুন্দর করার চেষ্টা করেছি বলে জানান চারুকলা বরিশালের মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদের সমন্বয়ক তমাল রায়।