সামরিক অভিযানরত রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ফসফরাস বোমা ফেলছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ার পার্লামেন্টের আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে এই অভিযোগ জানানোর পাশাপাশি জেলেনস্কি আরও বলেন, হামলার ক্ষেত্রে সন্ত্রাসীরা যেসব কৌশল ব্যবহার করে, ইউক্রেনের সাধারণ বেসামরিক লোকজনকে দমন করতে সেসব কৌশলের আশ্রয় নিচ্ছে রুশ বাহিনী।
তবে বোমা বিষয়ক যে অভিযোগ তিনি তুলেছেন, তার পক্ষে কোনো প্রমাণ দেখাননি তিনি। এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ সঠিক কিনা— তা যাচাই করতে পারেনি রয়টার্সও।
পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে নিয়ে দ্বন্দ্বের জেরে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নির্দেশ প্রদানের ২ দিন আগে, ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই এলাকা দনেতস্ক ও লুহানস্ককে (দনবাস) স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি।
বুধবার ৪৮তম দিনে পৌঁছেছে রুশ বাহিনীর অভিযান। শুরুর দিকে ইউক্রেনের বিভিন্ন শহরে তৎপরতা চালালেও বর্তমানে মূলত দেশটির দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলেই মনযোগ দিচ্ছে রুশ বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর মারিউপোলে ইতোমধ্যে ১ হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবারের ভাষণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি অব্যাহত রাখার আহ্বান জানান জেলেনস্কি।