Top

গুরুদাসপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪ এপ্রিল, ২০২২ ৬:৫৬ অপরাহ্ণ
গুরুদাসপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি :

বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরের গুরুদাসপুরে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, কৃষি কর্মকর্তা হারুনর রশিদসহ বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটির নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন।

শেয়ার