Top
সর্বশেষ

রাজবাড়ীতে ইয়াবা সহ আটক ২ যুবক

১৪ এপ্রিল, ২০২২ ৭:০৪ অপরাহ্ণ
রাজবাড়ীতে ইয়াবা সহ আটক ২ যুবক
রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী সদর থানা এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

গ্রেফতার কৃতরা হলেন, গোয়ালন্দ ঘাট থানাধীন উজানচর ইউনিয়নের দরাপেডাঙ্গী এলাকার সোহরাব শেখ এর ছেলে মোহাম্মদ আলী (৩৫) ও একই এলাকার মান্নান দর্জি এর ছেলে ওবাইদুর রহমান দর্জি (৩১)।

জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদরে ভিত্তিতে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ মেহেদী হাসান সঙ্গীয় র্ফোস সহ রাজবাড়ী জেলার সদর থানাধীন খানখানাপুর গ্রামস্থ ছোট ব্রীজ নামক স্থানে জনৈক ফটিকের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয়।

এসময় আসামিদের কাছ থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

আসামিদের স্বীকারোক্তিতে জানা যায়, তিনি একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন থেকে এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করেন।

পরে আটককৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রয়িাধীন।

 

শেয়ার