Top
সর্বশেষ

লক্ষ্মীপুরে জমজমাট ঈদের বাজার

১৫ এপ্রিল, ২০২২ ১২:৫৩ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে জমজমাট ঈদের বাজার
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ :

ঈদের দুরত্ব প্রায় ২’সপ্তাহ হলেও লক্ষ্মীপুরের রায়পুরে জমে উঠেছে ঈদের বাজার। উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা থেকে পরিবার-পরিজন নিয়ে ফ্যাশন হাউসগুলোয় ভিড় জমাতে শুরু করেছেন ক্রেতারা। তবে দিনের চেয়ে বেশি ভিড় হচ্ছে রাতে। কারণ তীব্র গরমে ক্রেতারা রোজা রেখে ঈদ বাজার করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। যার ফলে রাতে কেনাকাটা করতে বেশি পছন্দ করছেন নারী ক্রেতারা।

বেশির ভাগ ক্রেতার অভিযোগ, পোশাক পছন্দ হলেও এবারের ঈদে পোশাকের দাম অনেকটা চওড়া। পোশাক পছন্দ হলেও দামে তাদের পছন্দ হচ্ছে না। আবার দাম কম হলেও পোশাক পছন্দ হয় না। দাম এবং পোশাকের মান কম-বেশি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত নারী ক্রেতারা।

বিক্রেতারা বলেন, এবারের ঈদে মেয়েদের পোশাকে বৈচিত্র্য এনেছে ললিপপ, গরিলা, কাবেরিসহ বাহারি ডিজাইনের থ্রিপিসগুলো। তাছড়া অনান্য থ্রিপিস বাজারে আসার কথা থাকলেও এখন পর্যন্ত বেশির ভাগ মেয়ে এই থ্রিপিসগুলো বেশি পছন্দ করছেন। অন্যদিকে শাড়ির মধ্যে রয়েছে জামদানী,ঢাকাইয়া, রাজেশ্বরী, বড়ভাবী, নীলপদ্ম, গোলাপছোঁয়া জাতীয় পোশাক।

সরেজমিন ঘুরে দেখা যায়, পোশাকের পাশাপাশি জুতার দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। রায়পুরের পরিচিত এক লেডিস পোশাক বিক্রেতা জানান, অনেক বেশি ক্রেতা সমাগম থাকলেও সে তুলনায় পন্য বিক্রি হচ্ছে না। পর্যবেক্ষণে দেখা যায়, নারী ক্রেতারা অনেক ক্ষেত্রে পোশাকের কেনা দামও বলেন না। দোকানীর হাজার টাকায় কেনা পোশাক শত টাকা দাম হাঁকিয়ে মুহূর্তেই হন উদাও।

শেয়ার