Top

কোটালীপাড়ায় কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

১৫ এপ্রিল, ২০২২ ২:১২ অপরাহ্ণ
কোটালীপাড়ায় কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ
বাদল সাহা ,গোপালগঞ্জ :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমম্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের ৫০ শতাংশ ভর্তুকির আওতায় কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (১৫ এপ্রিল) সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইজন কৃষকের হাতে দু’টি কম্বাইন হারভেস্টার মেশিন ও কৃষি যন্ত্রপাতি তুলে দেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায় উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকতা নিটুল রায় বলেন, এ বছর কোটালীপাড়া উপজেলায় ২৫৪৭০ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। চাষকৃত জমির ধান সহজে কর্তন ও ধান চাষে খরচ কমানোর জন্য সরকার কৃষকদের মাঝে ৫০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করছে। এই মেশিন ঘন্টায় ৩বিঘা জমির ধান কর্তন, মাড়াই ও বস্তাবন্ধি করতে পারবে।

শেয়ার