Top

মসজিদের ইমামকে কটুক্তি করায় রূপগঞ্জে বিক্ষোভ

১৫ এপ্রিল, ২০২২ ৯:০২ অপরাহ্ণ
মসজিদের ইমামকে কটুক্তি করায় রূপগঞ্জে বিক্ষোভ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

কালাদি জান্নাতুল ফেরদৈাস জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসেনকে কটুক্তি ও গালিগালাজ করা ও কটুক্তিকারী স্থানীয় প্রভাবশালী বিল্লাল হোসেনের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান বাইপাস সড়ক অবরোধ করে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

শুক্রবার (১৫ এপ্রিল) বাদ জুমা উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি বড়বাড়ি এলাকায় এশিয়ান বাইপাস সড়কে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৈাস জামে মসজিদের সভাপতি আব্দুল হাই পারভেজ, সাধারন সম্পাদক মনির হোসেন, কোষাধক্ষ্য জাহাঙ্গীর আলম, নাজমুল আলম, গোলাম মোস্তফা, নূর মোহাম্মদ, আব্দুল আজিজ সরকার, মোতালিব, মজিবুর রহমান, আল আমিন সরকার, রবিউল, মোজাম্মেল, রুবেল প্রমুখ।
এ সময় বক্তারা কটুক্তিকারী বিল্লাল হোসেনকে যদি অতি দ্রুত আইনের আওতায় না আনা হয় তবে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুসিয়ারি দেন।

শেয়ার