Top
সর্বশেষ

সিরাজগঞ্জে আনন্দঘন পরিবেশে নববর্ষ বরণের উৎসব পালিত

১৫ এপ্রিল, ২০২২ ৯:২০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে আনন্দঘন পরিবেশে নববর্ষ বরণের উৎসব পালিত
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে জেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ বরণের উৎসব পালিত হয়েছে। করোনায় এ উৎসব ২ বছর বন্ধ থাকার পর বৃহস্প্রতিবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানে গানে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। আনন্দঘন পরিবেশে এ র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এ র‌্যালীতে স্থানীয় এমপি অধ্যাপক ডা: মো. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, সিভিল সার্জন রামপদ রায়, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ফারহানা ইয়াসমিন, অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দীন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. কে, এম, হোসেন আলী হাসান, সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, এ্যাড. বিমল কুমার দাস, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, হাজী ইসহাক আলী, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা প্রমুখ অংশ গ্রহণ করেন।

শেয়ার