Top

করোনায় দেয়া জিআর’র চাল এখনো মজুদ খাদ্য গুদামে

১৬ এপ্রিল, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ
করোনায় দেয়া জিআর’র চাল এখনো মজুদ খাদ্য গুদামে
খাঁন মিরাজ, বরগুনা :

করোনা কালের জিআর’র চাল এখনো বরগুনা সদর খাদ্য গুদামে মজুদ! সরকারি হিসেবের চেয়ে অতিরিক্ত ৩৫ মেট্রিকটন চাল মজুদ রাখার অভিযোগ উঠেছে সদ্য বিদায়ী উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার ১৪ এপ্রিল সদ্য বিদায়ী উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা, সদ্য যোগদান কৃত খাদ্য গুদাম কর্মকর্তা আকরাম হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তরের সময় সরকারি হিসেবে ৪৫ ও অতিরিক্ত ১৫ মেট্রিকটন চাল বুঝিয়ে দেয়। তবে বিশ্বস্তসূত্রে জানা গেছে , সরকারি হিসেবের চেয়ে অতিরিক্ত ৩৫ মেট্রিকটন চাল মজুদ আছে উপজেলা খাদ্য গুদামে।

অভিযোগের বিষয়ে সদ্য যোগদান কৃত খাদ্য গুদাম কর্মকর্তা আকরাম হোসেন বলেন, সরকারি হিসেব অনুযায়ী আগের কর্মকর্তা আমাকে মাত্র ৬০ মেট্রিকটন চাল বুঝিয়ে দেয় এর মধ্যে সরকারি হিসেবে ৪৫ ও অতিরিক্ত ১৫ মেট্রিকটন চাল বেশি দিয়ে গেছে। কিসের অতিরিক্ত চাল বেশি আছে সে বিষয়ে তিনি বলেন, করোনার সময় জনপ্রতিনিধিরা নেয়নি সেই অতিরিক্ত চাল আছে।

অভিযোগের বিষয়ে সদ্য বিদায়ী খাদ্য কর্মকর্তা জলিল শিকদার বলেন, সরকারি হিসেবের বাইরে আমি মাত্র ১৫ মেট্রিকটন চাল অতিরিক্ত রেখে এসেছি। যার মধ্যে বরগুনা পৌর মেয়রের ১০ মেট্রিকটন বিভিন্ন জনপ্রতিনিধিদের ৫ টন। কিসের চাল জানতে চাইলে তিনি বলেন, করোনার সময়ের বরাদ্দের জিআর’র চাল এগুলো। চেয়ারম্যানরা নেয়নি সেই অতিরিক্ত ১৫ মেট্রিকটন চাল বেশি আছে। জনপ্রতিনিধিরা না নিলে আমরা কি করবো!

শেয়ার