Top
সর্বশেষ

মাগুরায় সবজি চাষে সফল প্রশান্ত

১৬ এপ্রিল, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ
মাগুরায় সবজি চাষে সফল প্রশান্ত
আরজু সিদ্দিকী, মাগুরা :

সবজি চাষে সফল মাগুরা জেলার শালিখার বাউলিয়া গ্রামের কৃষক প্রশান্ত বিশ্বাস। তার মাসিক গড় আয় লাখ টাকা। এ আয়ে সন্তুষ্ট কৃষক প্রশান্ত। তার সব চেয়ে বেশি লাভ জনক ফসল একই মাচায় দুই প্রকার সবজির চাষ। একই মাঁচায় উপরে লাউ ও নিচে শষা চাষ করে ভাল ফল পাচ্ছেন তিনি। আর চাষের পদ্ধতি দেখতে ও শিখতে প্রতিদিন দুরদুরান্ত থেকে কৃষকরা এসে ভিড় জমাচ্ছে। তিনি প্রায় ৪৬ শতক জমিতে সারা বছর ধরে বিভিন্ন জাতের সবজির চাষ করেন। যার মধ্যে রয়েছে বেগুন, করলা, লাউ, কুমড়া, শষা, গাজর, বিভিন্ন জাতের কপি ও ভেন্ডি।

কৃষক প্রশান্ত বিশ্বাস বলেন, সারা বছর সবজির চাষ করি। সবজিতে সাধারণ ফসল থেকে১০ থেকে ৫০ গুন বেশি আয় করতে পারি। ১১ শতাংশ একটা জমিতে একই মাচায় লাউ ও শষা চাষ করেছি। এতে আড়াই মাসে ২ লাখ টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্য সবজি উঠতে শুরু হয়েছে।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সজিব হোসেন বলেন পরিকল্পিত সবজি চাষ লাভজনক। উপজেলার বাউলিয়া গ্রামের কৃষক প্রশান্ত অত্যন্ত পরিশ্রমী। পরিকল্পনার মধ্যে সবজি চাষ করায় তিনি লাভবান হচ্ছেন। তার দেখা দেখি এখন অনেকেই এই পদ্ধতির সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন।

শেয়ার