Top
সর্বশেষ

কাউখালীতে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত

১৬ এপ্রিল, ২০২২ ৩:৩২ অপরাহ্ণ
কাউখালীতে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

রাঙামাটির কাউখালী উপজেলায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬এপ্রিল) সকালে মারমা সাংস্কৃতিক সংস্থার আয়োজনে বেতবুনিয়া ইউনিয়নের বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ জল উৎসব অনুষ্ঠিত হয়।

খাদ্য মন্ত্রলালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার প্রধান অতিথি থেকে এই জল উৎসবের উদ্বোধন করেন।

মারমা সাংস্কৃতিক সংস্থার সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার তরিকুল ইসলাম, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙামাটি সদর জোন কমান্ডার লে.কর্ণেল বিএম আশিকুর রহমান পিএসসিসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাসহ মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

সাংগ্রাই জল উৎসবে মারমা সম্প্রদায়ের যুবক-যুবতী এবং শিশু কিশোররা তাদের ঐতিহ্যর পোশাক পড়ে মারমা নাচে-গানের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেয় এবং আনন্দে মেতে উঠে ।

শেয়ার