Top
সর্বশেষ

আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব

১৬ এপ্রিল, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ
আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের আনোয়ারায় মুজিব জন্মশতবর্ষের প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ঘর পরিদর্শনে এলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া।

শনিবার (১৬ই এপ্রিল) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে এক আনুষ্ঠানিক সভায় তিনি অংশগ্রহণ করেন।

এসময় তিনি ভূমিহীন ও গৃহহীন সুবিধাভোগিদের জন্য নির্মিত ও নির্মাণাধীন গৃহসমূহের গুনগত মান ঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করেন এবং এই আশ্রয়ন প্রকল্প সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন। তিনি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দশমিক ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারী অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করেছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহম্মেদ এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম এ মান্নান, বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী।

 

শেয়ার