নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী শিশু মাহিন হোসেনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলা সদরের কচুকাটা ইউনিয়নের পশ্চিম বন্দরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মাহিন ওই গ্রামের রিক্সাচালক আমির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ীতে মা মনুফা বেগম সংসারের কাজে ব্যস্ত ছিলেন ওই সময় শিশু মাহিন বাড়ীতেই খেলছিল। এরই ফাঁকে তার মায়ের অগোচরে বাড়ী থেকে বের হয়ে যায় মাহিন। পরে খোঁজাখুজি এক পর্যায়ে বাড়ীর সংলগ্ন পুকুর পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়।
প্রতিবেশী আতিয়ার রহমান জানান, উদ্ধারের পর শিশুটিকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তাকে।
বিষয়টি নিশ্চিত করেছেন কচুকাটা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মুশফিকুর রহিম। তিনি জানান, ছেলেটির বাবা ঢাকায় রিক্সা চালানোর কাজে থাকায় ঘটনার সময় বাড়ীতে ছিলেন না।