Top
সর্বশেষ

পত্নীতলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

১৭ এপ্রিল, ২০২২ ৯:০৭ অপরাহ্ণ
পত্নীতলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

রবিবার( ১৭ই এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনীর মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আাইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার, এ সময় আরও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

শেয়ার