Top

চট্টগ্রামে ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষে আহত ১০

১৮ এপ্রিল, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ
চট্টগ্রামে ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষে আহত ১০
দিদারুল আলম, চট্টগ্রাম :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এলাকায় দুটি ট্রাক ও যাত্রীবাহী মিনি বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৮ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাক দুটির সংঘর্ষের সময় এদের মধ্যে একটি ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী মিনি বাসটি পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ৮-১০ জন যাত্রী আহত হয়েছেন।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানান ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘সোমবার সকাল সাড়ে ৬টার দিকে একটি ডাম্পার ট্রাক, একটি পণ্যবাহী ট্রাক ও গার্মেন্টস শ্রমিকবাহী একটি মিনিবাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে কেউ মারা না গেলেও বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। আমরা ঘটনাস্থলে আহত কাউকে পাইনি।’

দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটিকে উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার