Top
সর্বশেষ

কেশবপুরে শিক্ষকদের বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

১৮ এপ্রিল, ২০২২ ৭:২১ অপরাহ্ণ
কেশবপুরে শিক্ষকদের বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুরে সোমবার সকালে উপজেলা রিসোর্স সেন্টারের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রভাত কুমার রায়, প্রশিক্ষক পপি বিশ্বাস, রেজাউল করিম প্রমুখ।

উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম বলেন, দুটি ব্যাচে উপজেলার ৬০টি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষক প্রশিক্ষণ নিবেন। উদ্বোধনী ব্যাচে ৩০ জন বিজ্ঞান শিক্ষক প্রশিক্ষণ নিচ্ছেন। সঠিক কৌশলে বিজ্ঞান বিষয়ে পাঠদান, মূল্যায়ন, কারিকুলামসহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ২৩ এপ্রিল প্রথম ব্যাচের প্রশিক্ষণ শেষ হবে।

শেয়ার