Top

মদের আস্থানা গুড়িয়ে দিল শেখ রাসেল ছাত্র সংগঠন

১৮ এপ্রিল, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ
মদের আস্থানা গুড়িয়ে দিল শেখ রাসেল ছাত্র সংগঠন
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুরপিপুল শেখ রাসেল ছাত্র সংগঠনের সদস্যরা বিভিন্ন গ্রামে দেশীয় মদ তৈরীর আস্থানা গুড়িয়ে দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই উপজেলার গুরপিপুল ধোলাপাড়া, গোসাই পাড়া, বেলপাড়াসহ প্রায় ১৫ থেকে ২০টি দেশীয় মদ তৈরির আস্থানায় হানা দেয় ওই সংগঠনের সদস্যরা।

এ সময় বসত বাড়িসহ বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা দেশীয় মদ ও মদ তৈরির বিভিন্ন সরজামাদি জব্দ করে স্থানীয় বাজারে প্রকাশে তা ধ্বংস করা হয়। ধারনা করা হচ্ছে, ধ্বংস করা দেশীয় মদের মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা।

এ সময় ওই সংগঠনের সভাপতি আইয়ুব হোসাইন, সহ-সভাপতি নয়ন সরকার, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বসাক, লিটন উরাঁও, পুলক কুমারসহ প্রায় অর্ধ শতাধিক
যুবক ও ছাত্র সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে তাড়াশ থানার নবাগত ওসি শহিদুল ইসলাম বলেন, উক্ত সংগঠনের সদস্যরা দেশীয় মদ তৈরীর আস্তানাগুলো গুড়িয়ে দেয়ার বিষয়টি জেনেছি। ওই সংগঠনকে
ধন্যবাদ জানিয়ে ওসি বলেন, আস্তানাগুলো গুড়িয়ে দেয়ার আগে পুলিশকে অবহিত করলে ভালো হতো।

শেয়ার