এতে কৃষকলীগের আহবায়ক পিন্টু ভট্টাচার্য’র সভাপতিত্বে যুগ্ম আহবায়ক টারজেন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া।
এছাড়াও খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,উপ দপ্তর সম্পাদক নুরুল আজম,সদস্য নুরুল্লাহ হিরো,আফতাব উদ্দিন চৌধুরী,শামীম চৌধুরীসহ সংগঠনের নেতাকর্মী ছাড়াও অঙ্গ-সংগঠনের নেতারা এতে অংশ নেন।
এতে বাংলাদেশ কৃষক লীগের সোনালী দিন,গঠনের ইতিহাস,কার্যক্রম এবং গুরুত্বারোপ করে প্রতিষ্ঠা কালীন সময় ধরে দেশের জন্য বিভিন্ন অবদান রাখার কথা তুলে ধরে সংগঠনের সাফল্য কামনা করেন বক্তারা।