Top
সর্বশেষ

কোটালীপাড়ায় ৪শতাধিক কৃষকের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ

১৯ এপ্রিল, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ
কোটালীপাড়ায় ৪শতাধিক কৃষকের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চলতি অর্থ বছরের খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ৪শতাধিক দরিদ্র কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বসে এসব আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়।

পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪শতাধিক কৃষকের প্রতি জনের হাতে ৫কেজি আউশ ধান বীজ ও ৩০ কেজি করে সার তুলে দেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায় উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার নিটুল রায় বলেন, কোটালীপাড়া উপজেলায় এ বছর ২৫৪৭০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এই ধান কাটার পরে অধিকাংশ জমিতে আর কোন আবাদ করা হয়না। তাই আমরা এই জমিগুলোতে রোপা আউশ ধানের চাষ করার উদ্যোগ গ্রহণ করেছি। এরই অংশ হিসেবে বর্তমান সরকার কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ করেছেন।

শেয়ার