Top
সর্বশেষ

নারুয়া বাজার পরিচালনা কমিটি গঠনঃ সভাপতি আলমগীর, সম্পাদক গণি

১৯ এপ্রিল, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ
নারুয়া বাজার পরিচালনা কমিটি গঠনঃ সভাপতি আলমগীর, সম্পাদক গণি
মিঠুন গোস্বামী , রাজবাড়ী :

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাধীন নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম উদ্দোগে নারুয়া বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন ধরে নারুয়া বাজার পরিচালনা কমিটি না থাকায় ব্যাবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় নারুয়া চাউলের হাটে বাজারের সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম৷ এছাড়াও বক্তব্য রাখেন, নারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াজেদ আলী, নারুয়া বাজারের অন্যতম ব্যাবসায়ী অমিত সাহা, ঘর মালিক ও অন্যতম ব্যাবসায়ী সাজেদুল ইসলাম, গত নারুয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগ নেতা গণি শেখ, নারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, নারুয়া বাজারের অন্যতম ব্যাবসায়ী আনোয়ার হোসেন চুন্নু, ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা ও চাউল ব্যাবসায়ী আলমগীর হোসেন মোল্লা, ওহাব মাস্টার, আকিদুল ইসলাম, ওলেমান, আবুল হোসেন প্রমুখ।

এ সময় বাজার ব্যাবসায়ীদের কন্ঠ ভোট গ্রহণ করা হয়। শতভাগ ব্যাবসায়ীরা হাত তুলে জানান দেয় তারা আর নির্বাচন চায় না। তার বলেন গ্রহণ যোগ্য ব্যক্তিদের দিয়ে একটি বাজার পরিচালনা কমিটি গঠন করতে। যারা বাজারের সকল নিরাপত্তা ও ব্যাবসায়ীদের সার্থে কাজ করবেন।

পরে সবার সম্মতিতে নারুয়া বাজারের তিনি স্থান থেকে ৯ জন গ্রহণ যোগ্য ব্যক্তিদের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। দীর্ঘ ১ ঘন্টার আলোচনা শেষে ৩১ সদস্যের একটি বাজার পরিচালনা কমিটি প্রস্তাব করা হয়।

পুনরায় আলোচনা সভা স্থানে এসে সকল ব্যাবসায়ীদের উপস্থিতিতে কমিটি ঘোষণা করে নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে সিলেকশন হয় নারুয়া বাজারের অন্যতম চাউল ব্যাবসায়ী আলমগীর হোসেন মোল্লা, সহ-সভাপতি মোঃ সাজেদুর রহমান মন্ডল, বাদশা মোল্লা, রুস্তম আলী। সাধারণ সম্পাদক হিসেবে সিলেকশন হয় সাবেক বাজার পরিচালনা কমিটির সাধারণ গণি শেখ, যুগ্ন সাধারন সম্পাদক আবুল কালাম, আকিদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মুহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম, নির্বাহী সদস্য – বাবু মোল্লা, বিষান সাহা, অকিল উদ্দিন, শরিফুল ইসলাম, সেকেন্দার শেখ, শাপলু,মামুন।
উক্ত বাজার পরিচালনা কমিটির জন্য নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম কে প্রধান করে ১০ সদস্যদের উপদেষ্টা মন্ডলীর সদস্য গঠন করা হয়।

এ সময় বাজার ব্যাবসায়ীরা নবগঠিত কমিটির সকল সদস্যদের করোতালির মাধ্যমে বরণ করে নেন।

উক্ত আলোচনা সভা পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগ নেতা ও বাজারের অন্যতম ব্যাবসায়ী রুস্তম আলী।

শেয়ার