Top

সিরাজগঞ্জে কাপড়ের মূল্য বেশি রাখায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৯ এপ্রিল, ২০২২ ৫:২৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে কাপড়ের মূল্য বেশি রাখায় ৪ ব্যবসায়ীকে জরিমানা
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির ভ্রাম্যমান আদালত বেশি মূল্যে কাপড় বিক্রির অভিযোগে ৪ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে বিশেষ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এ সময় ১৪৫০ টাকায় কেনা কাপড় ৩২০০ টাকার বিক্রি করায় উত্তম ক্লথ স্টোরকে ৫ হাজার টাকা এবং ৭৫০ টাকার পাঞ্জাবি ১৮০০ টাকায় বিক্রি করার অভিযোগে ইভা বস্ত্রবিতানকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই বাজারে মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় ৫হাজার এবং অনিয়মের কারণে অনিক অ্যান্ড শান্ত স্টোরকে ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদ অজুহাতে ওই ব্যবসায়ীরা এসব অনিয়ম করছিল। এ অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার