Top

 তারাকান্দায় গাড়ি চাপায় প্রাণ গেল মা ও মেয়ের

২১ এপ্রিল, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ণ
 তারাকান্দায় গাড়ি চাপায় প্রাণ গেল মা ও মেয়ের
রাকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ :

ময়মনসিংহের তারাকান্দায় রাস্তার পারাপারের সময় গাড়ি চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) ইফতারের পর ময়মনসিংহ-ফুলপুর সড়কের তারাকান্দা উপজেলার রূপচন্দ্রপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ইফতারের পরপরই তারাকান্দা উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী হ্যাপি আক্তার (৩৫) তার শিশুকন্যা রেহানাকে (৩) নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি  উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শেয়ার