Top

রবিকে আধুনিক ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

২১ এপ্রিল, ২০২২ ১১:৩৫ পূর্বাহ্ণ
রবিকে আধুনিক ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির
সিরাজগঞ্জ প্রতিনিধি :

মহামান্য রাষ্ট্রপতি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আচার্য মোঃ আব্দুল হামিদ বলেছেন, শিল্প-সংস্কৃতি চর্চা ও শিক্ষা-গবেষণায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. মোঃ শাহ আজমের সঙ্গে মোবাইল ফোনে অনানুষ্ঠানিক এক আলোচনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অনন্য হবে বলে আশা প্রকাশ করেন মহামান্য রাষ্ট্রপতি। রবি’র জনসংযোগ দপ্তরের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) মোঃ শাহ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি ও রবি’র আচার্য মোঃ আব্দুল হামিদের সাথে মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপাচার্য্য ড. মোঃ শাহ আজম মোবাইল ফোনে কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, বর্তমান অবস্থা ও উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘ্য আলোচনা হয়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের খোঁজ খবরও নেন মহামান্য রাষ্ট্রপতি। বিশ্ববিদ্যালয় সকল সংকট কাটিয়ে শিক্ষা কার্যক্রমে সামনে অগ্রসর হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন। তাদের মধ্যে ১৫ মিনিটেরও বেশি সময় আলোচনা হয়েছে জানিয়ে রবি’র উপাচার্য্য ড. মোঃ শাহ্ আজম বলেন, চলতি বছরের শেষের দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট অ্যাওয়ার্ড ও সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মহামান্য রাষ্ট্রপতিকে প্রথম গ্রাজুয়েট অ্যাওয়ার্ড ও সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে এবং আন্তরিকতার সাথে তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানান উপাচার্য্য ড. মোঃ শাহ আজম।

 

শেয়ার