Top
সর্বশেষ

 বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক পরিদর্শনে  ডিআইজি রাজশাহী

২১ এপ্রিল, ২০২২ ১১:৪৮ পূর্বাহ্ণ
 বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক পরিদর্শনে  ডিআইজি রাজশাহী
সিরাজগঞ্জ প্রতিনিধি :

উত্তর-পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি আব্দুল বাতেন।

বুধবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় বঙ্গবন্ধু সেতু গোলচত্বর থেকে নব নির্মিত নলকা সেতু হয়ে চান্দাইকোনা পর্যন্ত মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলের ২২ জেলার সব ধরণের যানবাহন বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলার উপর দিয়েই চলাচল করে। পরিবহন সেক্টরে জড়িত সবাই যদি নিয়ম কানুন মেনে যানবাহন চালায় তাহলে মহাসড়কে কোন রকম যানজট হওয়ার কথা নয়। সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করেই এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নীত করণ করছে। তাই নিয়ম কানুন মেনে যানবাহন চালানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান ডিআইজি।

এ পরিদর্শনকালে সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, হাইওয়ে পুলিশ সুপার, পশ্চিম থানা ওসি, সদর থানার ওসি, হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি সহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার