Top

মাগুরায় কালিশংকরপুর মহাসড়কের ভিত্তি প্রস্তর উদ্ধোধন

২১ এপ্রিল, ২০২২ ৭:১৫ অপরাহ্ণ
মাগুরায় কালিশংকরপুর মহাসড়কের ভিত্তি প্রস্তর উদ্ধোধন
আরজু সিদ্দিকী,মাগুরা :

মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার নহাটা- কালিশংকরপুর মহাসড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর গতকাল উদ্ধোধন করা হয়েছে।

সংসদ সদস্য ড. বীরেন শিকদার আনুষ্ঠানিকভাবে মহাসড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্ধোধন করেন। উদ্ধোধনী অনুষ্টানে মাগুরা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আসিকুল ইসলাম, মহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল, মহাম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল মান্নান, আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৮.৯ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি নির্মান ও উন্নয়নের জন্য সড়ক বিভাগ ১২ কোটি টাকা বরাদ্ধ করেছে।

সড়কটির নির্মান কাজ শেষ হলে মাগুরা জেলার মহাম্মপুর উপজেলার নহাটা-কালিশংকরপুর মহাসড়কের আশে পাশের লোকজনের যাতায়াত এর সুবিধা বৃদ্ধি পাবে। উদ্ভোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ড. বীরেন শিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল রাস্তা উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।

শেয়ার