Top
সর্বশেষ

রাজবাড়ীতে ডিবির পৃথক পৃথক অভিযানে আটক ৩

২১ এপ্রিল, ২০২২ ৮:০৩ অপরাহ্ণ
রাজবাড়ীতে ডিবির পৃথক পৃথক অভিযানে আটক ৩
মিঠুন গোস্বামী , রাজবাড়ী :

রাজবাড়ী জেলার একাধিক স্থানে জেলা ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ৩ জন মাদক ব্যবসায়ীকে মাদক সহ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) জেলার পাংশা ও সদর থানা এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের শহীদনগর এলাকার মৃত তৈয়ব আলী মোল্লার ছেলে মোঃ আব্দুল ওহাব মোল্লা(৪৪) ও একই এলাকার কোবাদ বিশ্বাস এর ছেলে মোঃ ফারুক বিশ্বাস(২৯)। এছাড়াও কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মহেশকুন্ড এলাকার মোঃ নজরুল ইসলাম এর ছেলে মোঃ নাজমুল হাসান(৪০)।

জেলা ডিবি পুলিশের দেওয়া তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্ম মোজাম্মেল হক, এএসআই মোঃ মফিজুল ইসলাম, সঙ্গীয় র্ফোস সহ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানাধীন শান্তির খোলা সাকিনে জনৈক মোঃ জাফর বিশ্বাস(৩৬), পিতা-মৃত আলিমুদ্দীন বিশ্বাস এর বাড়ীর সামনে গড়াই নদীর বেড়ী বাঁধের কাচা রাস্তার উপর হইতে মোঃ আব্দুল ওহাব মোল্লা ও মোঃ ফারুক বিশ্বাস কে ০২ (দুই) কেজি গাঁজা সহ আটক করা হয়।

এছাড়াও এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ মেহেদী হাসান, এএসআই(নিঃ)মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় র্ফোস সহ রাজবাড়ী জেলার সদর থানাধীন বাগমারা গ্রামস্থ ছবুর সরদারের ইট ভাটা সংলগ্ন জনৈক ইসলাম মন্ডলের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মোঃ নাজমুল হাসান কে ০৪(চার) কেজি গাঁজা সহ আটক করে।

আসামিদের স্বীকারোক্তিতে জানা যায়, তারা পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন থেকে এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করেন।

পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রয়িাধীন।

 

শেয়ার