Top

২৪ ঘন্টা পর অন্ধকার কেটেছে পাকিস্তানে

১১ জানুয়ারি, ২০২১ ১:৩০ অপরাহ্ণ
২৪ ঘন্টা পর অন্ধকার কেটেছে পাকিস্তানে

একদিন বিদ্যুৎবিহীন থাকার পর পর্যায়ক্রমে পাকিস্তানের সব এলাকাতেই বিদ্যুৎ ফিরতে শুরু করেছে। রোববার দেশটির অধিকাংশ এলাকাতেই বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক অবস্থায় ফেরার কথা জানিয়েছেন দেশটির বিদ্যুৎমন্ত্রী ওমর আইয়ুব।

এক টুইটবার্তায় পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী ওমর আইয়ুব জানান, খুব শিগগিরই পুরো দেশে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় আসবে।

শনিবার রাত থেকে পাকিস্তানের কয়েকটি বড় শহরসহ পুরো দেশে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। এতে রাজধানী ইসলামাবাদ, করাচি, লাহোর, মুলতানের মতো বড় শহরগুলোও অন্ধকারে ডুবে যায়।

তিন বছরের কম সময়ের মধ্যে এটা পাকিস্তানের বিদ্যুৎ ব্যবস্থায় দ্বিতীয় ভয়াবহ ব্লাকআউট। ২০১৮ সালের মে মাসে বিদ্যুৎ বিপর্যয়ে নয় ঘণ্টার বেশি অন্ধকারের মধ্যে ছিল দেশটির বেশ কিছু এলাকা।

এর আগে ২০১৫ সালে বড় ধরনের ব্লাকআউটের কবলে পড়েছিল পাকিস্তান। ওই সময়ে গোটা দেশের ৮০ শতাংশ এলাকা অন্ধকারে ঢেকে গিয়েছিল।

এবারের ব্ল্যাকআউটের সূত্রপাত সিন্ধু প্রদেশের গুদ্দু পাওয়ার প্ল্যান্টে। তবে এর কারণ জানা যায়নি।

বিদ্যুৎমন্ত্রী জানান, সেখানে বিপর্যয়ের পর কয়েক সেকেন্ডের মধ্যে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সরবরাহের মাত্রা ৫০ থেকে শূন্যতে নেমে আসে।

বিপর্যয়ের কারণ খুঁজতে তদন্ত কমিটি কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তানের স্থানীয় কয়েকটি গণমাধ্যম দাবি করছে, বিদ্যুৎ খাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির কারণেই এমন বিপর্যয় ঘটেছে। মিটার ছাড়াই কিছু বিদ্যুৎ কোম্পানি গ্রাহকদের সরাসরি বিদ্যুৎ সরবরাহ করে এমন অভিযোগও উঠেছে।

পাকিস্তানে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা নতুন কিছু নয়। তবে এবারের ব্ল্যাকআউটকে পাকিস্তানের ইতিহাসে অন্যতম ভয়াবহ হিসেবে দেখা হচ্ছে।

কেননা এর আগে কখনো রাজধানী ইসলামাবাদ, বন্দরনগরী করাচিসহ বড় শহরগুলো একসঙ্গে অন্ধকারে ছেয়ে যাওয়া খুব বেশি দেখা যায়নি।

শেয়ার