মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত গভীর রাত দেড়টার দিকে নালিতাবাড়ী শহরের গড়কান্দা আনসার ক্যাম্প এলাকায় পাকা রাস্তা থেকে বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, দুই যুবক বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিলের চালান নিয়ে শহর থেকে নাকুগাঁও মহাসড়ক হয়ে সীমান্তের দিকে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে আনসার ক্যাম্প এলাকায় ওঁৎ পেতে থাকে শেরপুরের গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাত দেড়টার দিকে হাসানুজ্জামান খোকন ও আরও এক যুবক মোটরসাইকেলযোগে আনসার ক্যাম্প অতিক্রম করছিল। এসময় ওঁৎ পেতে থাকা ডিবি পুলিশের এসআই আজিজসহ সঙ্গীয় ফোর্স তাদের চ্যালেঞ্জ করে দেহ তল্লাসী করলে হাসানুজ্জামান খোকনের কাছে ২ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। তবে এসময় দৌড়ে পালিয়ে যায় সঙ্গে থাকা অপর যুবক।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসানুজ্জামান খোকনকে আটক করা হয়েছে। আমাদের কাছে তথ্য ছিল আরও বেশি ফেনসিডিল তার কাছে রয়েছে। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় জড়িত। তবে তল্লাসীকালে পাওয়া গেছে ২টি। তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ী হিসেবে মামলার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, আটক হাসানুজ্জামান খোকনের বিরুদ্ধে সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের চেষ্টা এবং শিক্ষকদের দাদনে টাকা দিয়ে সাদা চেকে স্বাক্ষর ও নানা ধরণের হয়রাণীর অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে। অভিযোগ রয়েছে অনেককে ভিটেমাটি ছাড়া করে নিঃস্ব করার। অভিযোগ রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের।
নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক জানান, খোকন একজন চিহ্নিত মাদক ও দাদন ব্যবসায়ী। বহু মানুষকে সে চড়া সুদে টাকা দিয়ে জিম্মি করে নানাভাবে নির্যাতন করেছে। হিন্দুদের জমি জবরদখল করেছে। তার অত্যাচারে মানুষ অতীষ্ঠ। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এসময় তিনি খোকনের কঠোর শাস্তি দাবী করেন।
এদিকে তার আটকের খবরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন স্থানীয়রা। রাতে আড়াইআনী বাজারে মিষ্টি বিতরণের আয়োজন চলছে বলে জানা গেছে।