Top
সর্বশেষ

রাজবাড়ীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২৩ এপ্রিল, ২০২২ ৩:১৮ অপরাহ্ণ
রাজবাড়ীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী সদর উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক বিপ্লব হোসেন (৩৪) নিহত হয়েছেন। নিহত বিপ্লব মাগুরা সদর উপজেলার কুকনা গ্রামের সিরাজ বিশ্বাসের ছেলে।

শুক্রবার (২২ এপ্রিল) দিবাগত রাত পৌনে দুইটার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর আখ সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানাযায়, মাগুরা থেকে যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ঢাকায় যাচ্ছিল। মজলিশপুর আখ সেন্টার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক বিপ্লব মারা যান।

 

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন দুর্ঘটনার বিষয় টি নিশ্চিত করে বলেন, মাইক্রোবাস চালক ঘটনা স্থলে মারা যায়।ঘটনা স্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে। মাইক্রোবাসে থাকা যাত্রীরা সামান্য আঘাতপ্রাপ্ত হওয়ায় তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। নিহত মাইক্রোবাস চালকের বড় ভাই মিরাজ হোসেনের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার