Top

গোপালগঞ্জে সাড়ে ৬ হাজার মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরন

২৩ এপ্রিল, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ
গোপালগঞ্জে সাড়ে ৬ হাজার মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরন
গোপালগঞ্জ প্রতিনিধি :

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গোপালগঞ্জে সাড়ে ৬ হাজার মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন অগ্রণী বাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাবলু।

আজ শনিবার (২৩ এপ্রিল) সকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুই হাজার মানুষের হাতে শাড়ী ও লুঙ্গি তুলে দেন অগ্রণী বাংকের পরিচালক খন্দকর মঞ্জুরুল হক লাবলু।

এ সময় সাবেক ছাত্র নেতা মুক্তাহিদুর রমহান শিরু, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মো: কাবির মিয়া, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: বাবুল শেখসহ অগ্রণী বাংকের ম্যানেজারগণ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান অগ্রণী বাংকের পরিচালক খন্দকর মঞ্জুরুল হক লাবলু। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে
অংশ নেন।

এছাড়া কোটালীপাড়া উপজেলা দুই হাজার ও কাশিয়ানী উপজেলা আড়াই হাজার মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

শেয়ার