Top
সর্বশেষ

নোয়াখালীতে ছেঁড়া তারে মা-ছেলের মৃত্যু, বিদ্যুতের দুই কর্মী সাময়িক বরখাস্ত

২৩ এপ্রিল, ২০২২ ৩:৪২ অপরাহ্ণ
নোয়াখালীতে ছেঁড়া তারে মা-ছেলের মৃত্যু, বিদ্যুতের দুই কর্মী সাময়িক বরখাস্ত
নোয়াখালি প্রতিনিধি :

নোয়াখালীর সুবর্ণচরে ছেঁড়া তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন সুবর্ণচরের সাব-স্টেশন ইঞ্জিনিয়ার ফরিদ আহম্মদ ও লাইনম্যান মো. শাহীনুল ইসলাম।

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ সরেজমিনে কাজ করবে।

সুষ্ঠু তদন্তের স্বার্থে ফরিদ আহম্মদ ও মো. শাহীনুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে দোষী প্রমানিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে সুবর্ণচরে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু হয়। নিহতরা হলেন হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরফকিরা গ্রামের নেছার উদ্দিনের স্ত্রী কহিনুর বেগম (৩৫) ও তার তিন বছরের ছেলে ইয়াছিন। কহিনুর পূর্বচরবাটা গ্রামে খায়রুল হাসানের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন।

ঘটনার দিন ছেলেকে কোলে নিয়ে পাশের বাড়ি যান কোহিনূর। পরে পথচারীরা বাড়ির পাশের একটি বাগানে ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে মা ছেলের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির সোনাপুর জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক বলাই মিত্রকে প্রধান করে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এছাড়া ঢাকায় সমিতির প্রধান কার্যালয় থেকে দুই সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

শেয়ার