Top
সর্বশেষ

নোয়াখালীতে দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

২৩ এপ্রিল, ২০২২ ৪:৪৪ অপরাহ্ণ
নোয়াখালীতে দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর দরিদ্র দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল থেকে জেলা আ.লীগের যুগ্ম আহবায়ক ও মেয়র সহিদ উল্যাহ খান সোহেল জেলা আ.লীগ কার্যালয়ে এসব চাল বিতরণ করেন।

জানা যায়, প্রতি বছর ঈদ-উল-ফিতরের আগে নোয়াখালী পৌর শহরের প্রান্তিক মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। জেলা আ.লীগের যুগ্ম আহবায়ক ও মেয়র সহিদ উল্যাহ খান সোহেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব উপহার বিতরণ করেন। প্রতি বছরের মতো এ বছরও আ.লীগ অফিসে চাল বিতরণ করেন তিনি।

বিতরণকালে মেয়র সহিদ উল্যাহ খান সোহেল জানান, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

 

 

শেয়ার