Top
সর্বশেষ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

২৩ এপ্রিল, ২০২২ ৫:০১ অপরাহ্ণ
হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
নোয়াখালি প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ইসমাইল হোসেনকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে বেগমগঞ্জ উপজেলার চাঁদ কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ইসমাইমাইল হোসেন বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের চাঁদ কাশিপুর গ্রামের বড় বাড়ির মৃত. রফিক উল্লাহর ছেলে।

জানা যায়, ২০১৬ সালের ১ এপ্রিল বেগমগঞ্জের গোপালপুর খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ইসমাঈল হোসেন সহ তার দলের একাধিকজন অপর পক্ষের নিপুকে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর সে গ্রেফতার এড়ানোর ভয়ে ছয় বছর যাবত বিভিন্ন স্থানে পলাতক ছিল। এছাড়াও তার বিরুদ্ধে ১ টি মামলা আদালতে বিচারাধীন আছে।

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার