Top
সর্বশেষ

নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি হচ্ছে বিস্কুট-পাউরুটি 

২৩ এপ্রিল, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ
নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি হচ্ছে বিস্কুট-পাউরুটি 
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে খাদ্যপণ্যে নিষিদ্ধ রাসায়নিক অ্যামোনিয়াম সালফেট (সাল্টু) মিশ্রণের অপরাধে একটি বিস্কুট ফ্যাক্টরিকে জরিমানা করা হয়েছে। কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার মিশিয়ে বিস্কুট-পাউরুটি তৈরির দায়ে ফ্যাক্টরির মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকায় মেসার্স কুমিল্লা ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে বাজার মনিটরিং অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, কৃষি জমিতে ক্ষারের পরিমাণ বেড়ে গেলে জমিতে দেয়া হয় অ্যামোনিয়াম সালফেট বা সাল্টু। এই রাসায়নিক পদার্থটি খাদ্যদ্রব্যে মেশানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অথচ কুমিল্লা ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিতে আটার সাথে নিষিদ্ধ অ্যামোনিয়াম সালফেট বা সাল্টু মিশিয়ে বিস্কুট ও পাউরুটি তৈরি করা হচ্ছিল। নিষিদ্ধ অ্যমোনিয়াম সালফেট (সাল্টু) মিশ্রণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় ফ্যাক্টরির মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক আব্দুস সালাম।
শেয়ার