সালথায় চলমান সহিংতার ইন্ধনদাতাদের আর বুক ফুলিয়ে চলতে দেবেন না বলে হুঁশিয়ারী করে দিয়েছেন ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। তিনি বলেন- সহিংসতার উস্কানীদাতা ও নেতৃত্বদানকারী যত বড় নেতা বা জনপ্রতিনিধি হোক না কেন তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
সালথার চলমান সহিংস পরিবেশ পরিবর্তনে লক্ষ্যে শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে সালথা থানা পুলিশ আয়োজিত জনপ্রতিনিধি ও মাতব্বদের সাথে পুলিশের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় উপস্থিত গ্রাম্য মাতব্বদের নিয়ন্ত্রণে থাকা দেশীয় অস্ত্র ঢাল-কাতরা পুলিশের কাছে জমা দেওয়ার আহ্বান জানিয়ে তাদের উদ্দেশ্য তিনি আরও বলেন- সালথার যেকোনো গ্রামের সাধারন মানুষের মধ্যে কোনো ধরণের ঝামেলা হলে প্রতিরোধে না গিয়ে আলোচনা করে সমাধান করুন। আলোচনায় সমাধান সম্ভব। আপনারা যদি সমাধান করতে না পারেন, তাহলে আমাদের সহযোগিতা নিন। কিন্তু গ্রামের খেটে খাওয়া মানুষদের ব্যবহার করে সহিংসতায় জড়াবেন না। সহিংসতায় জড়ালে কেউ ছাড় পাবেন না।
সহিংসতায় জড়িত স্থানীয় কয়েক জনপ্রতিনিধিকে ইঙ্গিত করে তাদের উদ্দেশ্য পুলিশ সুপার বলেন- যদি মনে করেন আপনি জনপ্রতিনিধি অন্যায় করে বুক ফুলিয়ে চলবেন, সেই সুযোগ কিন্তু আমরা দেব না। আপনার সুনাম আপনাকে অক্ষুন্ন রাখতে হবে। যদি মনে করেন অপকর্ম, অনাচার বিশৃঙ্খলা ও দলপক্ষ তৈরী করে আপিন সম্মানিত হবেন। সেই সম্মান কিন্তু পুলিশ আপনাকে দেবে না। আপনি সেই সম্মান পাওয়ার যোগ্যও না। অতএব সেটা মাথা রেখে কাজ করতে হবে। আমরা এই সালথার জনপদে শান্তি
তৈরী করতে চাই। আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদীকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্থানীয় সাংসদ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি কৃষিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সাধারন সম্পাদক মো ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, উপজেলার ৮টি ইউনিয়নের সকল চেয়ারম্যান, মেম্বার, নারী সদস্য, গ্রাম্য মাতব্বর ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে অনেকে সহিংসতা বন্ধে করণীয় নিয়ে পরামর্শ বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন সালথা থানার এসআই মারুফ হোসেন।
সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রমজান মাসের শুরু থেকে এ পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে অন্তত ১২টি সংঘর্ষে শতশত মানুষ আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে প্রায় দুই শতাধিক বসত বাড়িঘর। এসব ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা ও ওই ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদ মো. আলমগীরসহ শতাধিক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ।