Top

সিরাজগঞ্জে পৃথক সংঘর্ষে নিহত ৩, গ্রেপ্তার ৮

২৩ এপ্রিল, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে পৃথক সংঘর্ষে নিহত ৩, গ্রেপ্তার ৮
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের ঈদগাহ মাঠের কমিটি ও মসজিদের ইমামের বেতন নিয়ে কথাকাটিরকে কেন্দ্র করে পৃথক ৩টি এলাকায় সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে নারীসহ কমপক্ষে ২৩ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। শাহজাদপুর ও সলংগায় সংঘর্ষের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার হরিরামপুর ঈদগাহ মাঠের কমিটি গঠন নিয়ে ও সলঙ্গা থানার চক মনোহরপুর মধ্যপাড়া জামে মসজিদে ইমামের টাকা তোলা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে সিরাজগঞ্জ ও বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সলংগার ঘটনায় ওইদিন সন্ধায় হাসপাতালে নেয়ার পথে খোরশেদ আলম (৫৫) ও শাহজাদপুরের ঘটনায় শনিবার সকালে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপ্লব হোসেন (৪২) মারা যায়। একইদিন বিকেলের দিকে বেলকুচি উপজেলার তেয়াশিয়া গ্রামের মসজিদের ইমামের বেতনের টাকা তোলা নিয়ে দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে এক পর্যায়ে উভয় গ্রুপের সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষে আহত নারীসহ ১০ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভির্তি করা হয়। এদের মধ্যে ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় বাবুল ব্যাপারী (৪২) মারা যায়। এদিকে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান, বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা ও সলংগা থানার ওসি আব্দুল কাদের জেলানী বলেন, এসব সংঘর্ষে নিহতের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। ইতিমধ্যেই সলংগা ও শাহজাদপুরে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তারা উল্লেখ করেন।

 

শেয়ার