Top
সর্বশেষ

কচুয়ায় ইউরোপীয়ান জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল

২৩ এপ্রিল, ২০২২ ৯:০৮ অপরাহ্ণ
কচুয়ায় ইউরোপীয়ান জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :

ইউরোপীয়ান কচুয়া জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কচুয়া বিশ্বরোড এলাকায় জম জম হোটেল এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে ইউরোপীয়ান কচুয়া জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে সংগঠনের সহ-সভাপতি শাহী ইমরান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলের আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি কচুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজালাল প্রধান।

ইউরোপীয়ান কচুয়া জাতীয়তাবাদী ফোরামের সহ-আইন বিষয়ক সম্পাদক ফজলে রাব্বির পরিচালনায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি পাক্ষিক কচুয়া কণ্ঠের সম্পাদক ও প্রকাশক এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিব উল্ল্যাহ হাবিব এবং প্রধান আলোচক ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম-আহবায়ক একেএম জাকির হোসেন।

আলোনচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মাওলানা আতাউল্ল্যাহ। এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার