ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় অবস্থিত ময়ূরী ফ্যাসন নামে একটি রেডিমেড কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
২৪ এপ্রিল শনিবার দিবাগত গভীর রাতে দোকানের উপরের টিন কেটে চোর ভিতরে ঢুকে ও ক্যাশবাক্সের তালা ভেঙ্গে আগের দিনের বিক্রির এক লাখ ৬৩ হাজার ৭২০ টাকা নিয়ে যায়।
দোকানের মালিক লাবলু জানান, শনিবার সারাদিনের বিক্রির টাকা হিসাব করে ক্যাশ বাক্সে রেখে রাতে দোকান বন্ধ করি। রবিবার সকালে এই টাকা ব্যাংকে জমা করার কথা। কিন্তু সকালে এসে দোকান খুলে দেখি দোকানের ছাদের টিন কাটা ও ক্যাশবাক্সের তালা ভাঙ্গা। চোর টাকা নিয়ে গেছে কিন্তু অন্য কোন মালামাল নেয়নি। তিনি ৯৯৯ এ ফোন দিয়ে ঘটনা জানালে তাঁকে থানায় যোগাযোগ করতে বলা হয়।
তিনি সদর থানায় গিয়ে ঘটনা জানালে পুলিশ এসে ঘটনা তদন্ত করে। দোকানের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করলে দেখা যায়, সব ফুটেজ ডিলিট হয়ে রয়েছে।