Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

২৫ এপ্রিল, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ওয়ার্ল্ড ভিশনের ৫০বছর পূর্তি উপলক্ষে অতি দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সাবলম্বীতায় বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পটুয়ায় অবস্থিত ফেডারেশন মাঠ প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি’র আয়োজনে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিথি সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হেমন্ত কুমার রায়, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সংস্থার প্রোগ্রাম অফিসার সুশীল চন্দ্র মন্ডল, সাংবাদিক রেজওয়ানুল হক রিজু, আনিসুর রহমান মিঠু প্রমুখ।

এ সময় ইউনিয়নের ১১৭ জন অতিদরিদ্র পরিবারের প্রত্যেক পরিবারের মাঝে ৩টি করে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদান করা হয়।

 

শেয়ার