Top
সর্বশেষ

চাহিদার অর্ধেকও পানি দিতে পারছে না নাচোল পৌরসভা

২৫ এপ্রিল, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ
চাহিদার অর্ধেকও পানি দিতে পারছে না নাচোল পৌরসভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চরম পানি সংকটে রয়েছে বরেন্দ্র অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার নাগরিকরা। বিশুদ্ধ পানি নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহ করতে দেখা গেছে অনেককেই। তবুও পানি না পেয়ে ফিরে যাচ্ছেন নাগরিকরা। তীব্র তাপদাহ ও পবিত্র রমজান মাসের শুরু থেকেই খাবার পানির সংকট দেখা যায় নাচোল পৌরসভায়। জানা যায়, গ্রাহকদের চাহিদার অর্ধেক পানিও সরবরাহ করতে পারছে না পৌর কর্তৃপক্ষ।

তীব্র পানি সংকটে ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন পৌরবাসী। বারবার পৌরসভাতে ঘুরে ও দীর্ঘ সময় পানির জন্য অপেক্ষা করেও পানি না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই নিজেদের মতামত প্রকাশ করছে ও প্রতিবাদ জানাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিবছরের এই সময়ে খাবার পানির সংকট থাকে বরেন্দ্র অঞ্চলের নাচোল পৌরসভায়। কিন্তু চলতি বছর অত্যধিক তাপমাত্রা ও রোজার মাস হওয়ায় এই মূহুর্তে চরম সংকটে পড়েছেন পৌরবাসী। তাদের আশঙ্কা, এখনই দীর্ঘ মেয়াদি উদ্যোগ না নিলে হুমকিতে পড়বে এই অঞ্চলের মানুষ। এর প্রভাব পড়বে কৃষি ও প্রাণী সম্পদেও।

জানা যায়, নাচোল পৌরসভা একটি ‘খ’ শ্রেণির পৌরসভা। অভিযোগ রয়েছে, এখানে প্রতি বছর পৌর কর বাড়লেও নাগরিক সুবিধা সে হারে বাড়েনি। বর্তমানে মেয়র হিসেবে টানা দ্বিতীয় বারের মতো দায়িত্ব পালন করছেন নাচোল পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ খাঁন ঝালু। খাবার পানি সংকটে কোন উদ্যোগ না নেয়ায় সুবিধা বঞ্চিত পৌর নাগরিকদের মধ্যে রয়েছে চাপা ক্ষোভ ও অসন্তোষ মেয়রের বিরুদ্ধে।

নাচোল পৌরসভার ০৮নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রাকিব বলেন, পৌরসভার পানি সরবারাহের লাইন থেকে আমরা দিনে একবার পানি পায়। এই পানিতে পান করা, গোসল করা, রান্না করা সম্ভব হচ্ছে না। পৌরসভার এই সামান্য পানি দিয়ে জনগনের চাহিদা মিটছে না। জনগনের উপর করের বোঝা ঠিকই বাড়ছে, কিন্তু খাবার পানি দিতে ব্যর্থ পৌর কর্তৃপক্ষ।

গৃহিণী শাহনাজ পারভীন জানান, রোজার মাসে খাবার পানি নিয়ে যে দুর্ভোগে আছি, তাতে মনে হয়, আমরা বাংলাদেশ নয়, বসবাস করছি মরুভূমির কোন দেশে। গত কয়েকদিন ধরে বাধ্য হয়েই গোসল করা, থালাবাসন মাজা, পোশাক পরিস্কার করাসহ বিভিন্ন কাজ করছি বদ্ধ পুকুরের অপরিষ্কার পানিতে। পৌরসভা যদি একটু উদ্যোগ নিতো খাবার পানি সংকট দূর করতে, তাহলেই আমরা কৃতজ্ঞ থাকতাম।

ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, রমজান মাস উপলক্ষে পৌরসভার বিশেষ উদ্যোগ নেয়া উচিত ছিল। অথচ তারা যে পানি সরবরাহ দেয়, তাতে কোনভাবেই চলছে না। পৌরসভার লাইনে কখন একদিন পর আবার কখনও দুদিন পর পর পানি আসে। নিজেদেরকে পৌরসভার বাসিন্দা হিসেবে ভাবতেও লজ্জা লাগে।

কয়েকদিন আগে পৌরসভার মাঠপাড়া এলাকাট বাসিন্দা এম হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, “নাচোল পৌরসভার মেয়র মহোদয়ের নিকট দৃষ্টি আকর্ষণ করছি, আজ তিন দিন যাবৎ আমরা মাঠপাড়াবাসী পিপাসায় ছটপট করছি, এক ফোটা পানি দিয়ে জীবন বাঁচান। আর না হলে কয়েক ফোটা বিষ দিয়ে চিরতরে মুক্তি দেন এই যন্ত্রনা থেকে।”

জানা যায়, পৌর কর্তৃপক্ষ খাবার পানির চাহিদা মিটাতে না পারায় পৌরসভার প্রায় দুই শতাধিক সংযোগ নিজেরাই স্বেচ্ছায় পৌরসভার পানির সরবারাহ লাইন বিচ্ছিন্ন করেছেন।

এবিষয়ে নাচোল পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আব্দুল মালেক মুঠোফোনে জানান, বর্তমানে নাচোল পৌরসভায় প্রায় ১ হাজার ৪০০ পানির গ্রাহক রয়েছে। তার মধ্যে পৌরসভার ০৮ ও ০৩ নং ওয়ার্ডে পানির সংকট তীব্র রয়েছে। বর্তমানে পৌরসভার যে দুইটি ডিপটিউবওয়েল রয়েছে, তা দিয়ে এই ১৪০০ সংযোগেও সঠিকভাবে পানির চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, ইতোমধ্যে আরও চারটি ডিপটিউবওয়েল বসানোর কাজ শুরু হয়েছে। ইদের পর পাইপের লাইন বসানোর কাজ শুরু হবে। এই চারটি ডিপটিউবওয়েল ও পাইপ লাইন বসানোর কাজ সম্পন্ন হলে নাচোল পৌরসভার ৪২০০ পরিবারে সংযোগ দিয়ে শতভাগ খাবার পানি সরবরাহ করা সম্ভব হবে। এই মূহুর্তে চাহিদার ৪০ শতাংশ পানি সরবরাহ রয়েছে বলে জানান তিনি।

তবে পানি সংকটের কথা অস্বীকার করে নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু বলেন, বিদ্যুৎ না থাকার কারনে পানি সরবরাহ দিতে সমস্যা হচ্ছে। তবে হাতেগোনা কিছু সংযোগ ছাড়া পৌরসভায় কোন খাবার পানি সংকট নেই।

শেয়ার