জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জেলার উন্নয়ন কাজের গতিশীলতা বাড়াতে হস্তান্তরিত বিভাগগুলোকে জেলা পরিষদের সাথে আরও সমন্বয় বাড়াতে হবে। জাতীয় এবং স্থানীয় প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদকে নিবিড়ভাবে সম্পৃক্ত করা না গেলে উন্নয়ন কাজে সমন্বয়হীনতা সৃষ্টি হবে। তিনি উন্নয়ন কাজ বাস্তবায়নে যেসসমস্ত বিভাগের আন্তরিকতা এবং অংশগ্রহণের অভাব রয়েছে সেগুলি কাটিয়ে ওঠে এলাকার সার্বিক কল্যাণে কাজ করার আহ্বান জানান।
জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্যবৃন্দ সদস্য ঝর্ণা খীসা, দিপ্তীময় তালুকদার, অংসুই ছাইন চৌধুরী, সবির কুমার চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, নিউচিং মারমা, ইলিপন চাকমা, প্রিয় নন্দ চাকমা, বিপুল ত্রিপুরা, মো. আব্দুর রহিম, মোসাম্মৎ আছমা বেগম, নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মোহাঃ শিবলী নোমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আরেফিন আজিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তপন কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্ত্ া ডা: বরুন কুমার দত্ত, সমাজসেবা বিভাগের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা সভায় অংশ নেন।
হস্তারিত বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন সভায় ।