Top
সর্বশেষ

ছায়ার বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে ৩ জেলার হাওর

২৫ এপ্রিল, ২০২২ ৫:২২ অপরাহ্ণ
ছায়ার বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে ৩ জেলার হাওর
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের শাল্লা উপজেলার সদর সংলগ্ন ছায়ার হাওর উপ-প্রকল্পের ৮১নং পিআইসি (মাউতির) বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে উপজেলার সবচেয়ে বড় ছায়ার হাওর। ওই প্রকল্প বরাদ্দ ২২লাখ টাকা। সভাপতি কৃপেন্দ্র কুমার দাস। ২৩ এপ্রিল রাতে প্রচণ্ড ঝড়বৃষ্টি হয়। ফলে লিকেজ হতে থাকে বাঁধটি। পিআইসির লোকজন তদারকি করলে বাঁধটি রক্ষা করা যেত বলে জানান স্থানীয় বাসিন্দারা।

রোববার (২৪এপ্রিল) সকাল ৬টার দিকে বাঁধটি ভেঙে যায়। তিনটি জেলার সীমানা বেষ্টিত ছায়ার হাওরটি। জেলাগুলো হলো কিশোরগঞ্জ, নেত্রকোণা ও সুনামগঞ্জ। ছায়ার হাওরে এখনো বহু জমির ধান কাটার বাকী রয়েছে বলে জানিয়েছেন উপজেলার কৃষকরা। অনেকই ধান কাটলেও গোলায় তুলতে পারেননি, হাওরেই রয়ে গেছে কাটা ধান। বিভিন্ন গ্রামের নারী পুরুষরা ছুটে যাচ্ছেন হাওরে। অনেকই ধান কাটতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন। কৃষকদের অভিযোগ সঠিকভাবে তদারকি না করার কারণেই বাঁধ ভেঙে গেছে।

কৃষক সুরঞ্জিত দাশ বলেন আমার ১২ কেয়ার জমি কাটার বাকী রয়েছে। সুমন দাশ বলেন আমি ১৮কেয়ার জমি করেছি। ৫ কেয়ার জমি কাটার বাকি রইছে। আমার সব ধান হাওরে রইছে। কাটা ধান কেমনে আনমু বুঝতে পারছি না। আমার নৌকাও নাই। অসহায় হয়ে পড়ছি। বীর মুক্তিযোদ্ধা যোগেন্দ্র দাশ বলেন আমার ৫কেয়ার জমি মধ্যে ২ কেয়ার হাওরে কাটার বাকি রইছে। রমেন্দ্র দাশ বলেন হাওরে অর্ধেক জমি এখনো রইছে। আমারও অর্ধেক ধান কাটার বাকী আছে। এমন আরো বহু কৃষকের ধান কাটতে পারেননি বলে জানিয়েছেন তারা। রাখাল দাস বলেন হাওরে অর্ধেক ধান রইছে। বীর মুক্তিযোদ্ধা জগদীশ সরকার বলেন প্রায় অর্ধেক জমি হাওরে আছে। পিআইসিরদের অবহেলার কারণেই বাঁধ ভাঙছে। ৩নং বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু বলেন হাওরে এখানো অর্ধেক ধান কাটার বাকি আছে। গরীব মানুষগুলোই ধান কাটতে পারেননি। পানি উন্নয়ন বোর্ড (পাউবো’র) দায়িত্বহীনতার কারণেই বাঁধ ভেঙে গেছে। ছায়ার হাওরে প্রায় ৫হাজার হেক্টর বোরোজমি আবাদ হয়েছে। হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক কান্তি দাস বলেন সকালেও মোটরসাইকেল চলাচল করেছে বাঁধের উপর দিয়ে। এসময় মোটরসাইকেল ড্রাইভার বাজারে এসে বলেও গেছেন বাঁধের অবস্থা খারাপ। এসময় পিআইসির লোকজন বাঁধে অবস্থান করলে বাঁধটি রক্ষা করা যেত।

উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান ছায়ার হাওরে জমি রয়েছে ৪হাজার, ৬শ’ ৬০ হেক্টর। এরমধ্যে ধান কর্তন হয়েছে ৯৫%।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন ৫%ধান কাটার বাকী রয়েছে। গত রাতে বজ্রসহ প্রচণ্ড ঝড়বৃষ্টি হয়। এসময় বাঁধে কোনো পাহাড়াদার ছিল না। ২ দিন সময় পাবেন কৃষকরা। এসময় তারা বাকী ধান কাটতে পারবেন বলে দাবি তাঁর। অবহেলার কারণে বাঁধ ভাঙলে পিআইসির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন অল্প ধান কাটার বাকী আছে। আমরা এখন বাকী ধান কাটার চেষ্টা করছি। আমি এখন বাঁধে আছি। বাঁধটি তো পুরানো। পিআইসিদের অবহেলার কারণে বাঁধ ভেঙে গেলে তদন্তপূর্বক বব্যস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার